কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারি আটক
কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ মঙ্গলবার সাড়ে ১২টার সময় সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রাম থেকে পাঁচ জন জুয়ারিকে আটক করেছে। পুলিশ অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ১০,১৯০ টাকা এবং ৩ বান্ডিল তাস জব্দ করা হয়েছে।
আটককৃতদের নাম-
সাইফুল ইসলাম (৩০), পিতা: মৃত মোসলেম উদ্দিন
রাশেদ (৩৮), পিতা: মৃত আবু বক্কর
শাহ আলম (৫০), পিতা: মৃত আবুল হোসেন
খোকন (৩৫), পিতা: মৃত সামছুল
সুজন (৪০), পিতা: মো: জহুরুল
তারা 모두 বড়াইডাঙ্গী গ্রামের বাসিন্দা।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।