কালিয়াকৈর মকস বিলে ঘুরতে এসে ৩ পর্যটক নিখোঁজল
গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে ৩ জন পর্যটক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালাচ্ছেন।
নিখোঁজ সকলেই কালিয়াকৈর পৌরসভার মাটিকাটা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের তালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে কয়েকজন মিলে একটি নৌকায় মকস বিলে ঘুরতে যান। তীব্র বাতাসে অনেকটাই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় মকস বিলে। এতে হঠাৎ তারা নৌকা থেকে পড়ে যায়। পরে সাথে থাকা লোকজন চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার এগিয়ে যায়। ততোক্ষণে তারা পুরপুরি নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, মকস বিলে ঘুরতে এসে ৩ জন নিখোঁজ হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।