গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচিত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকাল ১১ টায় উপজেলার বড়ইবাড়ী ব্রিজ এলাকায় তুরাগ নদী থেকে লাশ টি উদ্ধার করা হয়।
জানা যায়,রোববার সকাল ১১টায় উপজেলার বড়ই বাড়ি ব্রিজ এলাকায় তুরাগ নদীতে ঐ গ্রামের স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় আশে পাশোর গ্রামের লোকজন তারা ধারনা করে পরে তারা কালিয়াকৈর থানায় বিষয়টি জানান পরে
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।