কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় কালের কণ্ঠের প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আরটিভির বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের দেলোয়ার হোসেন শিকদার, আমার দেশের আব্দুল আলিম অভি, এশিয়ান টিভির দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিনের শাহআলম শিকদার, চ্যানেল এওয়ানের তুষার আহম্মেদসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং দ্রুত বিচার কার্যকর করার আহ্বান জানান।