গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় একটি মাছের খামার নিয়ে চাঁদা দাবির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, পিঁপড়াসিট গ্রামের মৃত হযরত আলীর পুত্র সেলিম মিয়া (৪০) ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে ‘আইডিয়াল মৎস্য খামার’ দখলে রেখে চাষাবাদ করছিলেন। তারা খামারের প্রকৃত মালিকদের কোনো ভাড়া না দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খামারটি ব্যবহার করে আসছিল।
সরকার পরিবর্তনের পর জমির মালিকরা খামারটি লিজ দেন নাজিম উদ্দিন ও আয়নাল হকের কাছে। এরপর সেলিম মিয়া আত্মগোপনে থেকে পুনরায় খামার দখলের চেষ্টা চালায়।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ জুলাই সকালে সেলিম মিয়ার নেতৃত্বে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি একটি ভেকু (খননযন্ত্র) নিয়ে খামারে এসে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। লিজগ্রহীতারা বাধা দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেকুটি জব্দ করে।
পরে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে খামার মালিকদের কাছে প্রতি শতাংশে ৪০০ টাকা হারে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, এ ঘটনায় ১ আগস্ট নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার ৩ নম্বর আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।