২৩ জুন, সোমবার সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে দুপুর ৩টায় ধর্মতলার সেন্ট্রাল ট্রাফিক গার্ডের সামনে থেকে এক মাদকবিরোধী সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শুরুর আগে সেন্ট্রাল টু ডিসি, সেন্ট্রাল থ্রি ডিসি এবং বিশেষ অতিথি মিস্টার অ্যালেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, বিভিন্ন অফিসার এবং পুলিশকর্মীরা।
র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা হাতে মাদকবিরোধী পোস্টার নিয়ে “Say Yes to Life, Say No to Drugs” বার্তা ছড়িয়ে দেন। র্যালিটি লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে পুনরায় মঞ্চে গিয়ে শেষ হয়।
পুলিশ কর্মকর্তা ও বক্তারা বলেন,
“ড্রাগের নেশা সর্বনাশা। এটি ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে। আসুন আমরা একসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। অন্যকে সচেতন করুন, প্রশাসনকে সহযোগিতা করুন, আগামী প্রজন্মকে সুস্থ রাখুন।”
বক্তারা আরও জানান, আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আরও বৃহত্তর সচেতনতা কর্মসূচি নেওয়া হবে এবং সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।