কক্সবাজারে সাংবাদিক তুহিন হত্যা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় কক্সবাজারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ‘ক্রাইম অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)’। সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ নেতৃত্ব দেন কর্মসূচিতে।
বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সংবাদকর্মীদের ওপর মামলা ও হামলা বন্ধের দাবি জানান। প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে সমালোচনা করে জসিম উদ্দিন বলেন, “যে প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশে দাঁড়াতে পারে না, তাদের প্রতি তীব্র নিন্দা।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচ এম এম এরশাদ, এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম, টিটিএন সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না, আবদু রশিদ মানিক, আমিন, ইয়ার রহমান আনান, মাহবুব আলম মিনার, সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, রিপনসহ শতাধিক সংবাদকর্মী ও সাধারণ মানুষ।