ওয়েলসের স্নোডন চূড়া জয় করে চ্যারিটি ফান্ডরেইজিং করলেন সুনামগঞ্জের ইজ্জাদুর
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপই গ্রামের তরুণ ইজ্জাদুর রহমান সম্প্রতি যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত সর্বোচ্চ পর্বত স্নোডন (উচ্চতা প্রায় ১,০৮৫ মিটার) সফলভাবে আরোহণ করেছেন।
গত ৩ আগস্ট অনুষ্ঠিত এই অভিযাত্রাটি ছিল একটি চ্যারিটি ফান্ডরেইজিং কার্যক্রম, যার মাধ্যমে যুক্তরাজ্যের ঐতিহাসিক আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদ (বর্তমানে Liverpool Muslim Institute)-এর উন্নয়ন ও সংরক্ষণের জন্য অর্থ সংগ্রহ করা হয়।
ইজ্জাদুর জানান, “এটি আমার জন্য শুধুই একটি ট্রেকিং চ্যালেঞ্জ ছিল না; বরং একটি মহৎ কাজে অংশ নেওয়ার সুযোগ ছিল। ঐতিহাসিক এই মসজিদের উন্নয়নে সামান্য হলেও অবদান রাখতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”
অভিযান শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ও অভিজ্ঞতা প্রকাশ করলে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও উৎসাহ লাভ করেন।