আগামী প্রজন্মের শিক্ষা ও সফলতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,“আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির চালক। তারা যেন সুশিক্ষায় আলোকিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই কামনায় আমরা পাশে আছি।”
তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য তিনি দোয়া ও শুভকামনা প্রকাশ করেন এবং সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন,পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মনোযোগ, বিনয়ের সাথে নিজের মেধাকে প্রমাণের এই সুযোগকে কাজে লাগানোর আহবান জানান। এ সময় তিনি বলেন-‘এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী দিনের সারথী। আমরা চাই তাদের শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ যাত্রা যেন দেশ, সমাজ, পরিবারের জন্য গৌরবের হয়। তারা যেন পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব, সময়ানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, বন্ধুত্বপূর্ণ আচরণের পরীক্ষাও দিতে শেখে। সামাজিক মূল্যবোধ নিশ্চিত করে, সম্মানিত শিক্ষকদের প্রতি বিনয় রেখে তারা যেন তাদের আগামী দিনের যাত্রা অব্যাহত রাখে। ধৈর্য্যের সাথে সংকট মোকাবেলার শিক্ষা যেন তারা পায়। শিক্ষার্থীরা যেন আগামী দিনের জন্য নিজেদের যোগ্য হিসেবে তৈরি করে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“তোমাদের দায়িত্ব শুধু ভালো রেজাল্ট করা নয়, বরং ভালো মানুষ হওয়া। আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমাদের হাতেই।”