শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয় মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার ব্যবসায়ী মাহবুব কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়। আনন্দ মোহনকে দেশ সেরা কলেজ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন -প্রফেসর মো: আমান উল্লাহ্ স্বাস্থ্যসেবা নিশ্চিতে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ৬ বছর ফুর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়। মোহনগঞ্জে দুই ছিনতাইকারী আটক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই মোহনগঞ্জে ২৮ বছর পর আদালতের সহযোগিতায় জমি ফিরে পেলেন ওয়ারিশানগণ ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা

উখিয়ায় গরু চুরির মিথ্যা অভিযোগে নিরীহ ৭ জন হয়রানির শিকার!

কক্সবাজার জেলা প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৩ সময় দেখুন
উখিয়ায় গরু চুরির মিথ্যা অভিযোগে নিরীহ ৭ জন হয়রানির শিকার!
উখিয়ায় গরু চুরির মিথ্যা অভিযোগে নিরীহ ৭ জন হয়রানির শিকার!

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেপটখালী ও চোয়াংখালী এলাকার ৭ জন নিরীহ মানুষের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ করেছেন স্থানীয় নরু হোসেন নামে এক ব্যক্তি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দিনমজুর শফিক, ব্যবসায়ী কাদের, আজিজ, রফিকসহ আরও কয়েকজন সাধারণ মানুষ।

তবে স্থানীয়দের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই এই হয়রানি করা হচ্ছে।

অভিযুক্ত শফিক জানান, ঘটনার দিন তিনি আত্মীয়ের বাড়িতে ছিলেন এবং তার উপস্থিতির প্রমাণ রয়েছে। এমনকি ওইদিন তার নাতনির সাথেও সকালের সময় কাটানোর কথা নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

শফিক আরও বলেন, “নরু হোসেনের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে পুরনো বিরোধ আছে। সে আমার কাছ থেকে স্ট্যাম্পে টাকা নিয়ে এখন উল্টো হয়রানি করছে।”

পুলিশের বক্তব্য:
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, “১১ এপ্রিল অভিযোগ পেয়ে তদন্তের জন্য ইনানী পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।”

এলাকাবাসীর দাবি:
নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সমাজে হেয় করা হচ্ছে। দ্রুত সঠিক তদন্ত করে তাদের মুক্তি ও সম্মান ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত টিভি
ESAITBD Sof-Lab UAE/BD