আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে ৫৩ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও তবারক বিতরণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫৩ নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার দুপুরে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ডের বামনার টেক এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারের কারণে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনার লালিত প্রশাসনের মাধ্যমে নির্মম ও নিষ্ঠুর অত্যাচারের শিকার করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন, তবে শিগগিরই দেশে ফিরে এসে বিএনপির নেতৃত্ব দেবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ রাজা, চান মিয়া বেপারী, আলি আহম্মেদ, রিপন হাসান খন্দকার, হাজী আতাউর রহমান, বিপ্লব মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, আলম হোসেন, সাইদ হাসান সাগর, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, রানা ভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমরান হোসেন মনির এবং তুরাগ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দলের সার্বিক সাফল্য, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।