প্যালেস্টাইন ও ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে বৃহস্পতিবার (২৬ জুন) কলকাতায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেওয়া হয়।
মিছিলটি দুপুর ২টায় ধর্মতলা থেকে শুরু হয়ে আমেরিকান সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে প্রায় ১০০-১৫০ আইএসএফ কর্মী-সমর্থক অংশ নেন। উপস্থিত ছিলেন দলের নেতা লক্ষীকান্ত হাঁসদা, তাপস ব্যানার্জি, নাজমুল রহমান প্রমুখ।
প্রতিবাদকারীরা স্লোগান তোলেন—
👉 “যুদ্ধ নয়, শান্তি চাই”
👉 “যুদ্ধবাজ আমেরিকা ও ইজরায়েল দূর হটো”
👉 “প্যালেস্টাইনের মুক্তির দাবিতে আইএসএফ লড়ছে, লড়বে”
👉 “মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বন্ধ করো”
👉 “রাষ্ট্রসঙ্ঘের অবিলম্বে হস্তক্ষেপ চাই”
মিছিল জাদুঘরের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। প্রায় এক শতাধিক পুলিশ মোতায়েন ছিল। কিছুক্ষণ ব্যারিকেডের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইএসএফ প্রতিনিধি দল আমেরিকান সেন্টারে ডেপুটেশন দিতে যায়।
আইএসএফ জানায়, প্যালেস্টাইনে ২৫ জন নিরীহ মানুষ হত্যার দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জবাবদিহি করতে হবে।