স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র অফিসের অনুমতি না নিয়ে নিউজ স্টুডিও করায় এবং চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে শনিবার (১৯ এপ্রিল) ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জলকে স্বপদ থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
আনন্দ টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দ টিভির কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন বিভাগ, জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধি তার অফিসে আনন্দ টিভির স্টুডিও করতে পারবে না, শুধু তাই নয় আনন্দ টিভির হেড অফিস আব্বাস ভবন, বাসা-এইচ৭৯/ই, আন্তর্জাতিক বিমান বন্দর রোড, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩ ব্যতিত বাংলাদেশের কোন বিভাগ, জেলা এবং উপজেলায় নিউজ স্টুডিও এর অস্তিত নেই।
গত ১৭/০৪/২০২৫ ইং তারিখে ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জল তার ফেইসবুক আইডিতে যাহার আইডি নাম্বর https://www.facebook.com/uzzalkhanfb তে একটি পোষ্ট করেন, ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও উদ্বোধন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, বিষয়টি আনন্দ টিভির কর্তৃপক্ষের নজরে আসে।
এবং জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলমকে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জল অফিসের অনুমতি ব্যতিত নিউজ স্টুডিও স্থাপন করায় এবং চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে তাকে তার স্বপদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আনন্দ টিভি কর্তৃপক্ষ থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল প্রকার নিউজ কাভারেজ নিষিদ্ধ করা হলো এবং নিউজ সংক্রান্ত ব্যাপরে তার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।