ছাতকে পৌর শহরে জমে উঠেছে ঢাকা ও গাজীপুরগামী যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ছাতকে ঢাকা এক্সপ্রেস, এনপি পরিবহন, বিএম পরিবহন, কর্ণফুলী পরিবহন, শ্যামলী পরিবহন, লিমন পরিবহন, এনা পরিবহন, এজিএম পরিবহনের কাউন্টারে যাত্রীদের ঈদুল আজহার ছুটির পর যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী পুরুষ ও মহিলারা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে রাতেও ছাতক পৌরসভায় এলাকায়, দেখা যায় পার্শ্ববর্তী উপজেলা দোয়ারাবাজারের বিভিন্ন ইউনিয়ন, বাংলাবাজার, লক্ষীপুর, বোগলা, নরশিংপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের যাত্রীরা ছাতক পৌর শহরে বিভিন্ন কাউন্টারে এসে জমায়েত হন। ছাতক-গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ। সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১১দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। ফলে শুক্রবার সকাল থেকেই পৌর শহরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ। স্থানীয় সূত্র জানায় ও কাউন্টার ম্যানেজার হারান দাস জানান, গাজীপুর, আব্দুল্লাহ পুর, জয়দেবপুর সহ ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য তিনদিন থেকে ছাতকের বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখা যায় যাত্রীর চাপ ছিল তুলনামূলক বেশি। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই একটু যাত্রীর চাপ একটু বেশী।