সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিচয়ে এক হোটেল দোকানীকে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে এসে পুলিশের হাতে আটক হয়েছে তিন প্রতারক।
গতকাল রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় হোটেল দোকানী সাইফুল ইসলামকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পুলিশের এসবি পরিচয় দিয়ে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে আসেন প্রতারক মাহমুদ আরাফাত সোহান, তার সহযোগী শাওন ও ভাড়াটে গাড়ির ড্রাইভার হাসনাত।
পরে বিষয়টি ওই হোটেল ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী এক জোট হয়ে তাদেরকে আটক করে। এসময় তারা ভুয়া এসবির আইডি কার্ডও দেখান। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে আটকের সময় ভুয়া এসবি পরিচয়দানকরী প্রতারক মাহমুদ আরাফাত সোহান পুলিশের সামনেই এলাকাবাসীদের হত্যা করার হুমকি ধামকি প্রদান করেন।
এলাকাবাসী আরও জানায় ওই ভুয়া এসবি কর্মকর্তা রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনে ভাড়া থেকে এসব অপরাধ মুলক কর্মকাণ্ড করে আসছিলো। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছিল। এর আগেও তারা রাজফুলবাড়িয়া এলাকায় এসবির পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছিলো বলেও বলেন তারা।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।