সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিন ছুটি শেষে ঢাকা মুখী ফিরছেন নানা পেশাজীবির মানুষ শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও সদস্য সচিব আল আমিন কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ পূর্ব শত্রুতা ধরেই হত্যার চেষ্টা দুই বোনকে নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান ছাতকে সৈয়দ তিতুমীর ছিলেন বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র— সাবেক এমপি মিলন ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার

“মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৮ সময় দেখুন
"মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল।
"মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল।

২২শে মে বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, ” মা” ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুজো দিলেন, বলিউড অভিনেত্রী কাজল, “মা “ছবিটি মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে ২৭শে জুন। তিনি মন্দির পরিদর্শন এবং আশীর্বাদ গ্রহণের সময় কাজলকে অলৌকিক শাড়িতে একেবারেই অত্যাশ্চর্য রূপে দেখা যাচ্ছিল। তিনি পুজো দিয়ে বলেন এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র গুলির মধ্যে একটি। বিশাল ফুরিয়া পরিচালিত এবং সাইউইন কোয়াডাস রচিত , জিও স্টুডিও এবং দেবগন ফিল্মস দ্বারা উপস্থাপিত , অজয় দেবগন এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত, কুমার মঙ্গত পাঠকের সহ প্রযোজনায়, “মা” ছবিটি মুক্তি পেতে চলেছে, “মা’ ছবিতে কাজল ও আরো দুই চরিত্রে রয়েছেন রনিত রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ছবিটি মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। একটি অন্যরকম চিত্র মানুষের মনে ফুটে উঠবে। মা” ছবিটি ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধের একটা বার্তা বয়ে নিয়ে যাবে, মেরুদণ্ড- ঠান্ডা সাসপেন্স এবং তীব্র নাটকীয়তা প্রদান করবে বলে জানা যায়। পুজো দিয়ে অভিনেত্রী কাজল সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি একটাই কথা বলেন, এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে হয়, এটি আমার কাছে একটি শ্রেষ্ঠ চরিত্র, তিনি বলেন আজ আমি মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম, আমি মা কালীর ভক্ত, তিনি বলেন আমার অভিনীত ছবি ” মা” মুক্তি পেতে চলেছে। তাই একটি জোরালো বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন, তবে এইটুকু বলব, পরিচালক যেভাবে ছবিটি তৈরি করেছেন আশা করি সকল দর্শককে মুগ্ধ করবে।, ছবিটি না দেখলে বলা মুশকিল, ছবিটি দেখুন ভালো-মন্দ আপনাদের কাছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD