সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিন ছুটি শেষে ঢাকা মুখী ফিরছেন নানা পেশাজীবির মানুষ শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও সদস্য সচিব আল আমিন কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ পূর্ব শত্রুতা ধরেই হত্যার চেষ্টা দুই বোনকে নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান ছাতকে সৈয়দ তিতুমীর ছিলেন বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র— সাবেক এমপি মিলন ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেটের সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা
ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

ময়মনসিংহের নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের পাটজাত পণ্য মেলা। মেলায় উদ্যোক্তাদের স্টলে নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এসময় তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি স্টলে ছিল তাদের আনাগোনা। তরুণীদের তাদের পছন্দমতো পণ্য কিনতে দেখা যায়।

ময়মনসিংহের জেলা প্রশাসন ও পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী পাটজাত পণ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৭ জন উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন। স্টলগুলোতে রয়েছে পাটের তৈরি ফ্লোরম্যাট, টেবিলম্যাট, হাতব্যাগ, লেডিস ব্যাগ, সাইডব্যাগ, প্যান ফোল্ডার, শপিংব্যাগ, বাজারের ব্যাগসহ হরেক রকমের পণ্য। দর্শনার্থীরা পছন্দমতো স্টলগুলো থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। হাতের কাছে এমন হরেক রকমের পাটজাত পণ্য পেয়ে খুশি তারা।

ঘুরতে আসা রাজা মনি বলেন, ‘মেলায় স্টলগুলো পাটজাত প্রত্যেকটি পণ্য আমাদের সাংসারিক জীবনে কাজে লাগবে। পণ্যের দাম অনেকটাই নাগালের মধ্যে। মেলায় একসঙ্গে অনেক ধরনের পণ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, দেশে পলিথিনের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। দেশকে পরিবেশ নষ্ট করার হাত থেকে বাঁচাতে হলে পলিথিনমুক্ত করতে হবে। এজন্য পাটজাত পণ্য বেশি বেশি ব্যবহার বাড়াতে হবে।

গৃহবধূ শাহানারা আক্তার মেলায় দুই কন্যাকে নিয়ে এসেছি। তিনি বলেন, মেলা খুব জমে উঠেছে। এখানে পছন্দের পণ্য খুঁজে নেওয়া যায়। মোটামুটি কম দামের মধ্যেই কেনা যাচ্ছে। এরকম মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

উদ্যোক্তা শিউলি বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকালে মেলা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলগুলোতে বেচাকেনা বেশ ভালো। দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা এসে স্টল নিয়েছেন। মেলায় পাটজাত পণ্যের প্রায় শতাধিক আইটেমের পণ্য রয়েছে। সীমিত লাভে আমরা পণ্য ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। কম দামে পণ্য কিনতে পেরে ভোক্তারাও খুশি।

আয়োজক ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, পরিবেশের বিপর্যয় এড়াতে পাটজাত পণ্য ব্যবহারে আগ্রহী করতেই এই মেলার আয়োজন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। বৃহস্পতিবার (৯ মে) শুরু হওয়া পাটজাত পণ্য মেলা চলবে আগামী ১৪ মে পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD