মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার ছাতকে দলিল সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের পুত্র ও রেজাউল করিম তালুকদারের পুত্র’র জিপিএ-৫ লাভ ধোবাউড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কালিয়াকৈর ধান ভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ইন্জিন বিকল হয়ে পড়ে ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন মারুফ হতে চায় ব্যবসায়ী ও মাহফুজ দ্বীনি শিক্ষায় মাওলানা হতে চায় ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ ধর্মপাশা উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ জননেতা মু.রশীদ আহমদকে এমপি হিসেবে দেখতে চান। লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আটক-২

মনিরুল ইসলামের ষোল লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই টাকা নিয়ে উধাও এরশাদ আলী

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৪ সময় দেখুন

চর গোবিন্দ পুরের মনিরুল ইসলামের ১৬,৬৬,৮৯০/- (ষোল লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই) টাকা নিয়ে পালিয়েছে তারাকান্দার এরশাদ আলী। জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩১নং ওয়ার্ডের চর গোবিন্দ পুর এলাকার মনিরুল ইসলাম এর ১৬,৬৬,৮৯০/- (ষোল লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই) টাকা প্রতারণা করে পালিয়ে যায় এরশাদ আলী। প্রতারক হলোঃ এরশাদ আলী (৪৩) পিতা-সুলমান আলী, মাতা-লাইলা, সাং-বাট্টাভাটপাড়া, ইউনিয়ন-গালাগাঁও, তারাকান্দা, ময়মনসিংহ।

এ ঘটনায় বাদী মনিরুল ইসলাম বলেন, আমাদের একটি ট্যাংক লরী রয়েছে। যা আমরা যৌথ পরিবারের লোকজন পরিচালনা করি। উক্ত বিবাদী আমার ট্যাংক লরীটি দীর্ঘ দিন ধরে চালাইত। যে কারনে আমরা তাহাকে অগাত বিশ্বাস করতাম। গত ১২/০৪/২০২৫ ও তারিখ উক্ত বিবাদী এবং আমার ছোট ভাই রুহুল আমিন (৩২) ও হেলপার সৌরভ (২৪) ময়মনসিংহ এ হইতে নারায়ণগঞ্জ এর মেঘনা ডিপোর উদ্দেশ্যে রওনা হয়।

পরে একই তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার – সময় ফতুল্লা থানাধীন ফাজিলপুর মেঘনা ডিপোর সামনে আসার পরে আমার ছোট ভাই রুহুল আমিন মেঘনা ডিপোতে সিরিয়াল দিয়া উক্ত বিবাদীর হাতে তার নিজ নামীয় এনআরবিসি ব্যাংক নারায়ণগঞ্জ শাখার স্বাক্ষরিত একটি চেক যার নং SB 3047122 তারিখ বিহীন চেক যাহাতে ১৬,৬৬,৮৯০/- (ষোল লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই) টাকা বিবাদীকে প্রদান করিয়া আমার ছোট ভাই রুহুল আমিন নারায়ণগঞ্জ আত্মীয়ের বাসায় যায়।

পরে গত ১৩/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার ছোট ভাই রুহুল আমিন এবং হেলপার সৌরভ ট্যাংক লরী নিয়া সিরিয়ালে বসিয়া থাকে এবং বিবাদীকে ঢেকে পে-অর্ডার করার জন্য নারায়ণগঞ্জ সদর থানাধীন পৌরসভাস্থ এনআরবিসি ব্যাংকে পাঠায়। আমাদের গাড়ীর সিরিয়াল অতিক্রম হওয়া সত্ত্বেও উক্ত বিবাদী পে-অর্ডার নিয়া না আসায় বিবাদীর ব্যবহৃত মোবাঃ ০১৭১৩-৫৩১৮৫৫ নম্বরে কল করিলে বন্ধ পাই।

তাৎক্ষনিক আমার ছোট ভাই রুহুল আমিন সংশ্লিষ্ঠ ব্যাংকের কর্মকর্তার সহিত যোগাযোগ করিয়া জানতে পারে বিবাদী উক্ত চেকের পে-অর্ডার না করে নগদ ১৬.৬৬.৮৯০/- (ষোল লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই) টাকা উত্তোলন করে। এরপর থেকে বিবাদীকে বিভিন্ন স্থানে খোজাখুজি করিতে থাকি কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায় নাই। উক্ত বিবাদী প্রতারনার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করিয়া পে-অর্ডার এর পরিবর্তে নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে। সমুদয় টাকা আত্মসাৎ করতঃ আত্মগোপন করে।

এ বিষয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় ১৪ /৪/২০২৫ তারিখ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।এরশাদ আলীকে ধরিয়ে দেন, তাকে পুলিশ খুঁজছে। যদি কোন ব্যক্তি এর সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। 01727308210

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD