আজ ৬ই জুন শুক্রবার, টিক দুপুর তিনটে ত্রিরিশ মিনিটে, গরিয়াহাট টেঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কুৎসিত মন্তব্য করায়, তৃণমূল মহিলা কংগ্রেস প্রতিবাদী মিছিল করলেন।
এই মিছিলের প্রথম ভাগে উপস্থিত ছিলেন, এবং নেতৃত্ব দেন মন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা, সাংসদ মালা রায়, বিধান নগর পৌরসভার পৌর মাতা কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরগণ।
তাহারা বলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মহিলাদের কথা ভাবেন, বাংলার উন্নয়নের কথা ভাবেন, সবার পাশে থাকার চেষ্টা করেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বিজেপি ও তার নেতারা যেভাবে কুৎসিত মন্তব্য করেছেন আমরা এর দেখে ছাড়বো। তৈরি হওয়ার জন্য হুঁশিয়ারি দিলেন। শাস্তি পেতে হবে,
আমাদের নেত্রীর বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের শেষ না দেখা পর্যন্ত আমরা মহিলারা ছাড়বো না। প্রায় কয়েকশো মহিলা সদস্য পোস্টার হাতে প্রতিবাদ জানাতে জানাতে পায়ে পা মেলান মিছিলে। এবং বিজেপিকে ধিক্কার জানান।
জগন্নাথ মন্দির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী শশী পাঁজা, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে প্রশ্ন করা হলে, বলেন বিরোধীদলের আতে ঘা লাগতেই পারে, কারণ জানেন যে জগন্নাথ মন্দিরে লক্ষ্য লক্ষ্য দর্শনার্থী আসবে এটা উনাদের সহ্য হচ্ছে না, এই জগন্নাথ মন্দির কে কেন্দ্র করে এখনই যে মানুষের ঢল নামছে সেটাও সহ্য করতে পারছেন না, এবং জগন্নাথ মন্দির আসল ও নকল নিয়ে বলতে গেলে, বলেন কোনটা আসল আর কোনটা নকল আমাদের জানা নাই, পুরীর যদি জগন্নাথ মন্দির আসল হয় তাহলে দীঘার জগন্নাথ মন্দির আসল হবে না কেন, উদাহরণ স্বরূপ বলেন, বাড়িতে জগন্নাথ থেকে শুরু করে সব দেব-দেবী আছে, তাদেরকে প্রতিদিন পুজো করা হয়, তাহলে কি এগুলো কি আসল নকল ধরে পূজো করা হয়, আমাদের কোনো কিছুর প্রশ্নের উত্তর জানা নেই। এবং দীঘায় জগন্নাথের পেড়া তৈরী নিয়ে কথা বলতে গেলে বলেন, যে মিষ্টির দোকানে পেড়া তৈরি হচ্ছে। এটা নিয়েও কিছু কথা বলার চেষ্টা করেন, এটুকু বলেন জগন্নাথ মন্দির বছরের পর বছর রয়ে যাবে, পুন্যর্থীরা দীঘায় বেড়াতে এসে জগন্নাথ ধাম পরিদর্শন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর একটি ভাবনা ভেবে ছিলেন বলেই, আজ দীঘার পুণ্যার্থীরা খুশি, যাহারা দীঘায় বেড়াতে যাচ্ছেন, তাহারাও জগন্নাথ মন্দির দর্শন করে বাড়ি ফিরছেন। এটা নতুন পাওনা। তবে দিনের পর দিন বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসিত মন্তব্য করায় আমরা প্রতিবাদে নেমেছি, রটনাকারীদের শেষ না দেখা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল চলবে।