মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার ছাতকে দলিল সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের পুত্র ও রেজাউল করিম তালুকদারের পুত্র’র জিপিএ-৫ লাভ ধোবাউড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কালিয়াকৈর ধান ভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ইন্জিন বিকল হয়ে পড়ে ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন মারুফ হতে চায় ব্যবসায়ী ও মাহফুজ দ্বীনি শিক্ষায় মাওলানা হতে চায় ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ ধর্মপাশা উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ জননেতা মু.রশীদ আহমদকে এমপি হিসেবে দেখতে চান। লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আটক-২

বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও বিশেষ সেবা প্রদান

বটিয়াঘাটা প্রতিনিধিঃ রিপন রায়
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৫ সময় দেখুন

বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও বিশেষ সেবা প্রদান

বটিয়াঘাটা প্রতিনিধিঃ রিপন রায়

ঈদ মানে আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সাথে মিলিত হওয়ার এক সুবর্ণ সুযোগ। তবে এই আনন্দঘন মুহূর্তেও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অবহেলা করা উচিত নয়। দীর্ঘ ঈদের ছুটিতেও বটিয়াঘাটা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগ মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেষ্ট রয়েছে।

বর্তমান ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা যেন ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগ এই সময়ে মা ও শিশুদের জন্য বিশেষ সেবা প্রদান করছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের তথ্যানুসারে, ঈদের ছুটিতে বটিয়াঘাটা সদর ক্লিনিক, আমিরপুর, বালিয়াডাঙ্গা ও গঙ্গারামপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো থেকে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

এই সময়ে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসব পরবর্তী যত্ন, এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও, আইইউডি (IUD) এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান অব্যাহত রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ পর্যন্ত মোট ৩১ জন গর্ভবতী মায়ের গর্ভকালীন সেবা, ১৫ জন মাকে প্রসবোত্তর সেবা, ৪২ জন শিশুকে স্বাস্থ্য সেবা ৫১জনকে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা,১৭ জন কিশোর কিশোরীকে সেবা প্রদান করেছে এবং ০১ টি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে, ঈদের দীর্ঘ ছুটিতেও বটিয়াঘাটা উপজেলার মা ও শিশুরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকতার সাথে সেবা প্রদান করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD