শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গন্ধর্বপুর গ্রামে একই বাড়ির জনৈক শ্রীপদবদ্য দুই বোনকে কুপিয়ে আহত করেছে এবং একই সময়ে তাদের বৃদ্ধমাতাকে মারপিট করেছে মরমে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে জনৈক শ্রীপদ বৈদ্য ধারালো বটনী দা দিয়ে দুই বোনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এবং একই সময়ে তাদের বৃদ্ধ মাতা কে ও গুরুতর আহত করেছে ওই ব্যক্তি।
সরেজমিনে বিভিন্ন জনের সাথে কথা বললে অনেক তথ্য বেরিয়ে আসে এর মধ্যে শ্রীপদ বৈদ্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ উঠে এসেছে।
এছাড়া স্বামী প্রবাসে থাকায় ওই পরিবারের নারীদের প্রতি তার লোলুপদৃষ্টি রয়েছে বলে ও জানা গেছে।
স্থানীয়দের মধ্যে সচেতন নাগরিক জালাল আহমদ সেলিম , ইউপি মেম্বার তাহের মিয়া সহ অন্যন্যের সাথে কথা বললে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে জনৈক শ্রীপদ বৈদ্য পিতা শশী বৈদ্য আহত মুক্তা ভট্টাচার্য (২৫) তার প্রবাসী স্বামীর সাথে রাত সাড়ে দশটায় ফোনে কথা বলার এক পর্যায়ে গালিগালাজ শুরু করে শ্রীপদ।যখন তার প্রতিবাদ করে তখন মুক্তাকে বটি দা দিয়ে আঘাত করে গলার মধ্য অংশ থেকে ঘাড়ের একটি বড় অংশ পর্যন্ত কেটে ফেলে এ সময় বড় বোন সিতন বৈদ্য ছোট বোনকে বাঁচাতে এগিয়ে আসলে শ্রীপদ বৈদ্য তাকেও দা দিয়ে কুপিয়ে হাত কেটে মারাত্মক জখম করে। এ সময় তাদেরকে বাঁচাতে তাদের বৃদ্ধ মাথা চলে আসলে তাকে ও মারধর করে মাটিতে ফেলে দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচার দাবি করেছেন।
জানা যায়,ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাটা অংশগুলোতে সেলাই দিয়ে রক্তক্ষরণ বন্ধ করেন। বর্তমানে তারা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন মুক্তা ও শীতন এবং তাদের বৃদ্ধ মাতা ।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিমের সাথে ফোনে কথা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সুযোগ বুঝে আসামী পালিয়ে গেছে, আমরা তাকে দ্রুত ধরার ব্যবস্থা করছি,আশা করি খুব দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।