সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিন ছুটি শেষে ঢাকা মুখী ফিরছেন নানা পেশাজীবির মানুষ শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও সদস্য সচিব আল আমিন কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ পূর্ব শত্রুতা ধরেই হত্যার চেষ্টা দুই বোনকে নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান ছাতকে সৈয়দ তিতুমীর ছিলেন বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র— সাবেক এমপি মিলন ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নান্দাইলে জমির বিরুদ্ধকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৭ সময় দেখুন
নান্দাইলে জমির বিরুদ্ধকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ।
নান্দাইলে জমির বিরুদ্ধকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ।

ময়মনসিংহ নান্দাইলে গত ১০মে ২৫ ইং তারিখ ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন খানপাড়া গ্রামের ইয়াসিন মিয়ার বাড়িতে হামলাও ভাঙচুর করে ।ইয়াসিন মিয়া আনুমানিক ৪২ বছর আগে সিদ্দিক মিয়ার কাজ হতে ৭ শতাংশ জমি ক্রয় করে। অদ্যকাল যাব বাড়িঘর নির্মাণ করিয়া স্ত্রী সন্তান নিয়ে বসবাস করিয়া আসিতেছে। ইয়াসিনের ৭ শতাংশ জমি অদ্যকাল যাবত রেজিষ্ট্রি হয় নাই।জমিদাতা সিদ্দিক মিয়া জমি রেজিষ্ট্রি করে দিতে চাইলে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের শলাপরামর্শে ৭ শতাংশ জমি ইয়াসিন মিয়াকে সাফ কাওলা করে দেয় নাই । গত ১০ মে ২৫ ইং তারিখে জমিদাতা সিদ্দিক মিয়া মারা গেলে তাহার জানাযায় অংশগ্রহণ করে ইয়াসিন মিয়া এবং ছিদ্দিক মিয়ার নিকট হইতে ক্রয়কৃত ৭ শতাংস জমি অদ্যকাল রেজিষ্ট্রি হয় নাই বলে জানাযায় জানায়। জানাযার পরে ইয়াসিনকে ভয় হুমকি প্রদর্শন করে। ১০ মে বেলা ১১ ঘঠিকায় সময় দিপু, হান্নান, আশরাফুল, হেলাল, খায়রুল ইসলাম, রায়হান মিয়া সর্বসাং জাহাঙ্গীরপুর খানপাড়া। আসামীগণ যোগসাজস করিয়া দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হইয়া বেআইনি ভাবে ইয়াসিনের বসত বাড়িতে প্রবেশ করিয়া চৌচালা টিনের বসত ঘরে অতর্কিত হামলা চালাইয়া মুদি দোকান ঘরের মালামাল ভাঙচুর করে এতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়। ইয়াসিনের সহধর্মিনী মনোয়ারা আগাইয়া আসিয়া বাধা দিলে মনোয়ারকে মারপিট করে নীলা ফোলা যখম করে। ডাক চিৎকার শুনিয়া আশ পাশের লোক আগাইয়া আসিলে আসামিগন হুমকি দিয়া চলিয়া যায়। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে ইয়াসিন মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD