বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলার মুখ্য সংগঠক রাজিব মিয়াকে চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত থাকার অভিযোগে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের দোয়ারাবাজার উপজেলা কমিটির আহবায়ক এসার মিয়া। এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে সংগঠনের নিজস্ব পেজ থেকে এ শোকজ নোটিশ ভাইরাল হয়।
সংগঠনের আহবায়ক এসার মিয়া ও যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সংগঠক রাজিবের বিরুদ্ধে সরকারি সার ডিলার নিয়োগ দিতে সংগঠনের নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা ঘোষ গ্রহণ, অবৈধ পন্থায় বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন টেন্ডারবাজিতে প্রভাব খাটিয়ে আর্থিক ফায়দা হাসিলসহ জনসাধারণকে নানাভাবে বিভ্রান্ত করা ও প্রতারণার অভিযোগ উঠেছে। সে বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবেনা মর্মে আগামি ৭ কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানার জন্য সংগঠক রাজিব মিয়ার মোবাইল ফোনটি বার-বার বন্ধ পাওয়া যায়। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।