ছাতক পৌর শহরের লোকনাথ মন্দিরে সোমবার অধিবাসের মধ্যে দিয়ে মঙ্গলবার দিন ব্যাপী শুরু। অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন মহোৎসব লোকনাথ ব্রক্ষচারী আশ্রম ও স্বর্গীয় দীনেন্দ্রনাথ পুরকায়স্থের বর্হিঃবাটিতে অনুষ্ঠিত হয়েছে। লীলা সংকীর্তন পরিবেশন করেন শ্রী দীনেশ চন্দ্র দেবনাথ, লাখাই, হবিগঞ্জ। শ্রী বিধু চন্দ্র চন্দ, গোয়াইনঘাট, সিলেট। শ্রী নীলমনি বৈদ্য কুলাউড়া, মৌলভীবাজার। শ্রীমতি কবিতা দাস, ছাতক, সুনামগঞ্জ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটি। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লোকনাথ ব্রক্ষচারী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাজীব চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি সুবীর নাগ ভাস্কর, হরি ঘোষ, নান্টু বর্ধন, সাধারণ সম্পাদক দেব্রবত দাস দেবু, সহ-সাধারণ সম্পাদক শাওন কুন্ড, ঝলক দাস, তরুপ দেব, সাংগঠনিক সম্পাদক রাজন ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক অরণ্য দাস মিটু, অর্থ সম্পাদক সুজিত পাল ভুলু, সাংস্কৃতিক সম্পাদক সুবল বৈদ্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক তপু মালাকার, প্রচার সম্পাদক পল্লব চন্দ, সহ-প্রচার সম্পাদক অংকন এস, ভান্ডার সম্পাদক দীপক কর, সহ-ভান্ডার সম্পাদক রাজীব আচার্য্য, আপ্যায়ন সম্পাদক সুদীপ কর, সহ-আপ্যায়ণ সম্পাদক তপন পালসহ নির্বাহী সদস্য রামেন্দ্র ভট্টাচার্য, কৃষ্ণ দাস রায়, মতি রঞ্জন সরকার, বিশ্ব রায়, পিযুষ দাস, গণেশ পোদ্দার, প্রীতিময় দাস টিটু, সুষেন দে, রুমেল দাস, দিপু বনিক, এসম আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সুধন দাস বৈষ্ণব, হিমাদ্রী গোস্বামী মহর, গৌরহরি চক্রবর্তী। দধিভান্ড ভাঙ্গার মধ্যে দিয়ে বুধবার লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস সমাপ্ত হলো।