ছাতকে পর্যটক দের ভীড়ে জমে উঠেছে ঈদের আমেজ ঐতিহ্যবাহী শিল্প নগরী ছাতক সিমেন্ট কারখানার পাশে অবস্থিত ছুয়ে দিলে মন ছবি থেকে এ-ই টিলার নাম পড়েছিল লাল পাহাড়, কথা হয় ঘুরতে আসা, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ১ নং ওয়ার্ডের শাহ আখলাকুল আম্বিয়া সোহাগ ও প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক ইমরান হোসেনের সাথে তারা জানান এখানে একটি পর্যটন নগরী গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। স্হানীয় এলাকাবাসী জানান এ-ই লাল পাহাড় যেন একটি সৌন্দর্য পর্যটক নগরী গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার ও উপজেলা প্রশাসন কে জোর দাবী জানান। তাদের দাবী লাল পাহাড় কে একটি পর্যটন নগরী গড়ে তোলা হউক।