ছাতকের একজন গুণী ব্যাক্তির নাম কবি এস, এম,শরীয়ত উল্লাহ। একাধারে লেখক,কবি ও গীতিকার তিনি। তার লিখা অসংখ্য গান, কবিতা, গজল ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই সমাজ ও এলাকায়। কবি এস এম শরীয়ত উল্লাহ ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আইন উল্লাহ ও মাতা মরহুমা কটুজা বেগম। তিনি তালিকাভুক্ত গীতিকার বাংলাদেশ টেলিভিশন, ও উপদেষ্টা সিলেট বিভাগীয় গীতিকার সংসদ। সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম। প্রধান উপদেষ্টা ছাতক- দোয়ারা গীতিকবি পরিষদ। কবি এস এম শরীয়ত উল্লাহ পেশায় একজন লেখক ও গীতিকার। আগে চাকুরী করতেন তিনি বর্তমানে এসব ছেড়ে দিয়েছেন।
তার লেখা অসংখ্য গান, কবিতা, সাহিত্য, উপন্যাস, নাটক ও গজল রয়েছে। এক হিসেবে পাওয়া গেছে তার লিখা গানের সংখ্যা, ২৫০০ টি, কবিতা ৪০০, গণসংগীত ৫০ ও গজল ৪৭০ টি। কবি এস এম শরীয়ত উল্লাহ প্রকাশিত গ্রন্থ ১৩ টির মধ্যে ১.দরবেশ শাহজালাল (রঃ) জীবনী ২.হযরত শাহপরান ( রঃ) (জীবনী) ৩. সুফি সাধক শিতালং শাহ (সম্পাদনা) ৪. হৃদয়ে তুমি। (উপন্যাস) ৫. জলন্ত প্রেম (উপন্যাস) ৬. মদিনার ফুল। (গজল) ৩ খন্ডে বিভক্ত । ৭. প্রতিভা-সংগীত (সম্পাদনা) ৮. মাটির সারিন্দা সংগীত সম্পাদনা, ৯. ইসলামী সংগীত (গজল) ১০. ঝলক। (শানে ফুলতলী)। অপ্রকাশিত রয়েছে আরো ৯ টি বই। এসব প্রকাশের চেষ্টা চলছে। এডঃ আব্দুল কাহহার ও ইমরান হাসান খালেদ নামের তার ২ জন শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে। দাম্পত্য জীবনে কবি এস এম শরীয়ত উল্লাহ তিন পুত্রও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী সহ মোট ৬ সদস্যের সংসার তার। তিনি চাকুরী করেছেন প্রাইমারী স্কুলে,অতপর মাদ্রাসায় ও কিছু দিন চাকুরী করেছেন। বর্তমানে লেখা-লেখির পাশাপাশি পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন কবি এস এম শরীয়ত উল্লাহ। তুমি ফুল, সেরা ফুল নাই সমতুল, ফুলেরই বাগিচায়,জন্ম তুমার ফুলতলিতে…..ফুলতলির শানে লিখা বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এ গজলটির রচয়িতা হলেন কবি এস এম শরীয়ত উল্লাহ। তিনি একজন প্রচার বিমুখ প্রতিভাবান কবি। অত্যন্ত জনপ্রিয় অসংখ্য গান ও গজল রয়েছে তার রচনায়। আসুন আমরা এই প্রতিভাবান ব্যক্তিকে সমাজে তুলে ধরার চেষ্টা করি। সমাজে তার অনেক অবদান রয়েছে। একজন সমাজ সেবক ও গুনী সংগঠক হিসেবে পরিচিত এবং ক’টি শিল্পী সংগঠনের নেতৃত্বে ও রয়েছেন কবি এস এম শরীয়ত
উল্লাহ।