সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিন ছুটি শেষে ঢাকা মুখী ফিরছেন নানা পেশাজীবির মানুষ শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও সদস্য সচিব আল আমিন কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ পূর্ব শত্রুতা ধরেই হত্যার চেষ্টা দুই বোনকে নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান ছাতকে সৈয়দ তিতুমীর ছিলেন বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র— সাবেক এমপি মিলন ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ছাতকের এস এম শরীয়ত উল্লাহ একজন গুণী প্রচার বিমুখ লেখক

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৮ সময় দেখুন
ছাতকের এস এম শরীয়ত উল্লাহ একজন গুণী প্রচার বিমুখ লেখক
ছাতকের এস এম শরীয়ত উল্লাহ একজন গুণী প্রচার বিমুখ লেখকছাতকের এস এম শরীয়ত উল্লাহ একজন গুণী প্রচার বিমুখ লেখক

ছাতকের একজন গুণী ব্যাক্তির নাম কবি এস, এম,শরীয়ত উল্লাহ। একাধারে লেখক,কবি ও গীতিকার তিনি। তার লিখা অসংখ্য গান, কবিতা, গজল ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই সমাজ ও এলাকায়। কবি এস এম শরীয়ত উল্লাহ ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আইন উল্লাহ ও মাতা মরহুমা কটুজা বেগম। তিনি তালিকাভুক্ত গীতিকার বাংলাদেশ টেলিভিশন, ও উপদেষ্টা সিলেট বিভাগীয় গীতিকার সংসদ। সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম। প্রধান উপদেষ্টা ছাতক- দোয়ারা গীতিকবি পরিষদ। কবি এস এম শরীয়ত উল্লাহ পেশায় একজন লেখক ও গীতিকার। আগে চাকুরী করতেন তিনি বর্তমানে এসব ছেড়ে দিয়েছেন।
তার লেখা অসংখ্য গান, কবিতা, সাহিত্য, উপন্যাস, নাটক ও গজল রয়েছে। এক হিসেবে পাওয়া গেছে তার লিখা গানের সংখ্যা, ২৫০০ টি, কবিতা ৪০০, গণসংগীত ৫০ ও গজল ৪৭০ টি। কবি এস এম শরীয়ত উল্লাহ প্রকাশিত গ্রন্থ ১৩ টির মধ্যে ১.দরবেশ শাহজালাল (রঃ) জীবনী ২.হযরত শাহপরান ( রঃ) (জীবনী) ৩. সুফি সাধক শিতালং শাহ (সম্পাদনা) ৪. হৃদয়ে তুমি। (উপন্যাস) ৫. জলন্ত প্রেম (উপন্যাস) ৬. মদিনার ফুল। (গজল) ৩ খন্ডে বিভক্ত । ৭. প্রতিভা-সংগীত (সম্পাদনা) ৮. মাটির সারিন্দা সংগীত সম্পাদনা, ৯. ইসলামী সংগীত (গজল) ১০. ঝলক। (শানে ফুলতলী)। অপ্রকাশিত রয়েছে আরো ৯ টি বই। এসব প্রকাশের চেষ্টা চলছে। এডঃ আব্দুল কাহহার ও ইমরান হাসান খালেদ নামের তার ২ জন শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে। দাম্পত্য জীবনে কবি এস এম শরীয়ত উল্লাহ তিন পুত্রও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী সহ মোট ৬ সদস্যের সংসার তার। তিনি চাকুরী করেছেন প্রাইমারী স্কুলে,অতপর মাদ্রাসায় ও কিছু দিন চাকুরী করেছেন। বর্তমানে লেখা-লেখির পাশাপাশি পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন কবি এস এম শরীয়ত উল্লাহ। তুমি ফুল, সেরা ফুল নাই সমতুল, ফুলেরই বাগিচায়,জন্ম তুমার ফুলতলিতে…..ফুলতলির শানে লিখা বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এ গজলটির রচয়িতা হলেন কবি এস এম শরীয়ত উল্লাহ। তিনি একজন প্রচার বিমুখ প্রতিভাবান কবি। অত্যন্ত জনপ্রিয় অসংখ্য গান ও গজল রয়েছে তার রচনায়। আসুন আমরা এই প্রতিভাবান ব্যক্তিকে সমাজে তুলে ধরার চেষ্টা করি। সমাজে তার অনেক অবদান রয়েছে। একজন সমাজ সেবক ও গুনী সংগঠক হিসেবে পরিচিত এবং ক’টি শিল্পী সংগঠনের নেতৃত্বে ও রয়েছেন কবি এস এম শরীয়ত
উল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD