সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ দিন ছুটি শেষে ঢাকা মুখী ফিরছেন নানা পেশাজীবির মানুষ শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক বিপ্লব ও সদস্য সচিব আল আমিন কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ পূর্ব শত্রুতা ধরেই হত্যার চেষ্টা দুই বোনকে নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি-আখতারুল আলম ফারুক ছাতকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে জমিয়তের সংবর্ধনা প্রদান ছাতকে সৈয়দ তিতুমীর ছিলেন বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র— সাবেক এমপি মিলন ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার

কমলগঞ্জে দুই ভাতিজি হত্যাকাণ্ডের প্রধান আসামি চাচাকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, আবদাল মিয়া
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১০ সময় দেখুন
কমলগঞ্জে দুই ভাতিজি হত্যাকাণ্ডের প্রধান আসামি চাচাকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার।
কমলগঞ্জে দুই ভাতিজি হত্যাকাণ্ডের প্রধান আসামি চাচাকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার।

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা ও নিহত দুই মেয়ের মাকে কুপিয়ে মারাত্মক রকমের অপরাধে ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
বুধবার (৪ জুন-২০২৫) বিকেলে উপজেলার আদমপুরের মধ্যভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৩ জুন) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা এবং ভাবিকে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় নিহত শারমিন আক্তার শাম্মীর স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনায় নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার শাম্মী (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজেরা বেগমকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। আহত হাজেরা বেগমের অবস্থা আশঙ্কা জনক।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করলে, এলাকাবাসী ও প্রশাসনিক সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত মা হাজেরাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন,‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান আমার সিলেট কে জানান, ঘটনাটি খুবই নির্মম। আমরা হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে অন্যান্য আসামিদের কেও খুব দ্রুত গ্রেফতার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD