অবশেষে রামু-নাইক্ষ্যংছড়ি সীমান্তের কুখ্যাত ডাকাত শাহীন সেনাবাহিনীর হাতে গ্রেফতার
বহুল আলোচিত কুখ্যাত সীমান্ত ডাকাত শাহীন অবশেষে ধরা পড়েছে সেনাবাহিনীর জালে। কক্সবাজারের রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে বছরের পর বছর ত্রাস সৃষ্টি করা এই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করতে সম্প্রতি একটি গোপন ও সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও ইয়াবা চোরাচালান, অপহরণসহ নানা অপরাধে জড়িত ছিল শাহীন। সাধারণ মানুষের মনে ভয়-ভীতির এক প্রতীকে পরিণত হয়েছিল তার নাম। তবে শেষ পর্যন্ত অপরাধের বিচারে জয় হয়েছে ন্যায়ের।
এই সাফল্যের পেছনে রয়েছে কক্সবাজারের দুই আপোষহীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক — মাহবুব আলম মিনার ও সাংবাদিক সরওয়ার জাহানের নিরলস প্রচেষ্টা। তাদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন, নির্ভরযোগ্য তথ্যউপাত্ত ও সাহসী লেখনীর মাধ্যমে বারবার শাহীন চক্রের মুখোশ উন্মোচন করা হয়। তাদের প্রতিবেদন জাতীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন তোলে, যার প্রেক্ষিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।
একজন সাংবাদিক যখন সত্য প্রকাশের অঙ্গীকারে অবিচল থাকেন, তখনই সমাজের অন্ধকার মুখোশগুলো উন্মোচিত হয়—এই ঘটনা তারই বাস্তব প্রমাণ। সাংবাদিক মাহবুব আলম মিনার ও সরওয়ার জাহান শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেননি, বরং তারা ছিলেন জনস্বার্থে নিবেদিত প্রাণ।
শাহীন গ্রেফতার হওয়ায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয়রা জানিয়েছেন, শাহীন ধরা পড়ায় আমরা হাঁফ ছেড়ে বেঁচেছি। এখন শান্তিতে ঘুমাতে পারি।
সাংবাদিক মহলেও প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, এটি স্বাধীন ও সাহসী সাংবাদিকতার এক যুগান্তকারী বিজয়, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে করেছে আরও ফলপ্রসূ।