মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা সহ দুইজন গ্রেফতার ছাতকে দলিল সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের পুত্র ও রেজাউল করিম তালুকদারের পুত্র’র জিপিএ-৫ লাভ ধোবাউড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কালিয়াকৈর ধান ভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ইন্জিন বিকল হয়ে পড়ে ছাতকে যৌথবাহিনীর অভিযানে আটক-২ বালু বোঝাই ৩ টি নৌকা জব্দ বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন মারুফ হতে চায় ব্যবসায়ী ও মাহফুজ দ্বীনি শিক্ষায় মাওলানা হতে চায় ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ ধর্মপাশা উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ জননেতা মু.রশীদ আহমদকে এমপি হিসেবে দেখতে চান। লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আটক-২

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মোহনগঞ্জে দুই সিএনজি চালকের জেল-জরিমানা

রিংকু রায় : মোহনগঞ্জ, নেত্রকোণা।
  • আপডেটের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৩ সময় দেখুন

নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে কারাদন্ড দিয়েছে ও জরিমানা করেছে প্রশাসন। দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মোঃ ইয়াকিন মিয়াকে (২৫) দশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মোঃ শাকিল মিয়াকে (৩০) পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী যাত্রী পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন সিএনজি চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদন্ড ও জরিমানা দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে সন্ধ্যায় নেত্রকোণা কারাগারে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD